
প্রকাশিত: Thu, Jul 20, 2023 10:27 PM আপডেট: Mon, May 12, 2025 8:28 PM
[১]ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদত্যাগ দাবি সিপিবির
রিয়াদ হাসান: [২] ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে ঢাকা করপোরেশনের দুই মেয়র এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
[৩] বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে দলটির নেতারা এ দাবি জানায়। সূত্র: বাংলা ট্রিবিউন
[৪] সমাবেশে সিপিবি সভাপতি ডা. এম এ সামাদ বলেন, ডেঙ্গু মহামারির দায় স্বীকার করে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করছি। পদত্যাগ না করলে আগামীতে ঢাকাবাসী সিটি করপোরেশন ও মন্ত্রণালয় ঘেরাও করবে।
[৫] তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ও চিকিৎসায় সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে ২০০০ সালে ডেঙ্গু রোগী প্রথম শনাক্ত হয় ঢাকায়। বর্তমানে তা ৫৯টি জেলায় ছড়িয়ে পড়েছে। ২০১৮ সালে আক্রান্ত শতভাগ রোগীই ছিল ঢাকায় কিন্তু বর্তমানে প্রায় ৫০ ভাগ আক্রান্ত রোগী ঢাকার বাইরের জেলায়।
[৬] ডা. এম এ সামাদ বলেন, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ২০২১-২২ অর্থবছরে ঢাকার দুই সিটি করপোরেশন ১০২ কোটি টাকা এবং ২২-২৩ অর্থবছরে ৬৫ কোটি টাকা বরাদ্দ দিলেও তার কোনও প্রভাব ডেঙ্গুর বিস্তারের ওপর পড়েনি।
[৭] ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যেখানে হাসপাতালে ভর্তি রোগী ছিল এক হাজার ১০০ জন, মৃত্যু তিন জন, সেখানে ২০২৩ সালে ওই একইসময়ে রোগী প্রায় ১২ হাজার এবং মৃত্যু ১০০ জন। এছাড়া জুলাই মাসের প্রথমে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ১০ হাজার। ২০২৩ সালে ২৫ হাজার রোগী হাসপাতালে ভর্তি এবং প্রায় ১৫০ জন মৃত্যুবরণ করেছে। সরকার নীরবে সব দেখছে কোনও ব্যবস্থায় নিচ্ছে না।
[৮] সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সরকার, কেন্দ্রীয় সদস্য মোস্তফা আল খালিদ, প্রচার সম্পাদনা তারেক ইসলাম প্রমুখ।
[৯] সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে তোপখানা রোড হয়ে পল্টন এলাকা প্রদক্ষিণ করে। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
